Skip to main content

Featured

Gaza Famine: Breaking World's Heart

Gaza Famine: Humanity’s Degradation & The Silent Watch of 8 Billion People Gaza Famine: Where is Humanity in the Face of Unprecedented Cruelty? The unfolding Gaza famine has become one of the most heart-wrenching crises in modern times. As millions of innocent lives struggle for food, water, and safety, the world is asking: why so cruel the Israel in its actions? The degradation of humanity is visible, yet silence from global powers raises an even deeper question — where is humanity? 8 Billion People Are Watching — But Doing Nothing Today, 8 billion people are watching this crisis unfold in real-time through media and reports. Yet, instead of action, there is paralysis. The world has witnessed famine, wars, and displacement before, but no such atrocity record in global history compares to the scale and cruelty of what Gaza is facing today. What Has Technology Taught Us About Humanity? With satellite...

GENOCIDE IN PALISTINE

আমেরিকার সহযোগিতায়  ইস্রায়েল প্রতিদিন নির্বিচারে ফিলিস্তিনে নিরীহ নারী, পুরুষ শিশু হত্যা চালিয়ে  যাচ্ছে | বিশ্বের সমস্ত মানুষ তা  দেখছে বিভিন্ন টিভি চ্যানেলে , বিশেষ করে আলজাজিরা চ্যানেল | মানুষ মারার দৃশ্য গুলি যখন বিভিন্ন মিডিয়াতে দেখানো হয় তখন সাধারন মানুষের হৃদয় ক্ষত বিক্ষত হয় | কিন্তু বিশ্বের দায়িত্বশীল দেশ বিশেষ করে পশ্চিমা বিশ্ব আরব বিশ্ব নীরব দর্শকের ভূমিকা পালন করছে |

ফিলিস্তিনে আমেরিকার  ছত্র ছায়ায় সন্ত্রাসী দেশ ইস্রায়েল প্রতিদিন এই হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে| | শত শত কোটি মানুষের চোখের সামনে প্রতিদিন নিরপরাধ মানুষ হত্যার এই দৃশ্য টিভি চ্যানেল ভেসে আসছে | এতে করে সাধারণ মানুষের হৃদ স্পন্দন বেড়ে যাচ্ছে  |মানসিকভাবে আহত হচ্ছে এইসব অমানবিক নির্যাতনের দৃশ্য দেখে মানুষ সাধারণ নিরীহ মানুষের উপর নির্যাতন নিপীড়ন দেখে অবাক হচ্ছে

যারা এই যুদ্ধ বন্ধের জন্য কার্যকরী পদ্ধক্ষেপ নিতে পারে তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছেবিশেষ করে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, মিশরসংযুক্ত আরব আমিরাত ,তুরস্ক প্যালেস্টাইনের প্রতিবেশী দেশ হওয়া সত্ত্বেও কোনো  কার্যকর পদক্ষেপ নিচ্ছে না | এটি আরব রাষ্ট্র গুলির জন্য একটি লজ্জাস্কর ব্যাপার |

যুদ্ধে সন্ত্রাসী রাষ্ট্র আমেরিকা তার সহযোগী ইস্রায়েল কে দিয়ে ফিলিস্তিনে গণ হত্যা চালাচ্ছে আর অন্যদিকে তারা আরব রাষ্ট্র গুলির সাথে অস্ত্র বিক্রির জন্য চুক্তি সই করছে | আরব রাষ্ট্র গুলি আমেরিকা কে জামাই আদর করে পাঁচতারা হোটেল আপ্পায়ন করছেএই সব হত্যা যজ্ঞ তারা দেখেও যেন  না দেখার ভান  করছে | শত শত নারী শিশুর কান্নার আহাজারি তাদের অন্তর স্পর্শ করছে না |

আরব রাষ্ট্র গুলি নিজেদের স্বার্থ নিয়েই যেন বেশি ব্যস্ত | পাশেই তাদেরই বংশদ্ভুত  জাতি ভাই বোন জীবন দিচ্ছে নির্মমভাবে কিন্তু এই ব্যাপারে ফিলিস্তিনির সাথে তাদের ধর্মীয় ঐতিহাসিক সম্পর্কের যে যোগসূত্র রয়েছে তা তারা ভুলে যাচ্ছে | আরব জাতি গুলির মধ্যে যদি ধর্মীয় জাতীয়তাবোধ জাগ্রত না হয় তাহলে শিগ্রই হয়তো বা আল্লাহ তালার পক্ষ থেকে কোন গজব অপেক্ষা করছে |

বিপদে মানুষকে সহায়তা  দেয়ার কথা প্রতিটি ধর্মেই বলা হয়েছে | কিন্তু আমরা তা না করে বরং অত্যাচারী জুলুমকারীকেই বেশি সহায়তা করছিতাদের সাথে সম্পর্ক গড়ে তুলছি | বিশ্বে মানুষের মধ্য থেকে মানবীয় গুণগুলি যেন হারিয়ে যাচ্ছে এবং শয়তান তার আদিপত্য বিস্তার  করে চলেছে | শয়তানের কাছে, দুষ্ট চক্রের কাছে আমরা যেন পরাজিত হয়ে যাচ্ছি|

ইস্রায়েল এর বর্বরতা বিশ্ব মানব সমাজ এর অন্তরকে কেন নাড়া দিচ্ছে না ? তাদের বুদ্ধি, বিবেচনা, মেধা যেন শয়তান গ্রাস করে নিয়েছে| মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব কথাটি যেন মানুষ মিথ্যা প্রমান করতে চাচ্ছে | অপরের দুঃখে দুঃখিত হওয়া, বিপদে মানুষকে সহায়তা করা মানবীয় বৈশিষ্টের দুটি গুন | কিন্তু ফিলিস্তিনে গত 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত যেভাবে গণহত্যা চালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে কোন রকম জোরালো প্রতিবাদ বা নিষেধাজ্ঞা আসছে না  সন্ত্রাসী রাষ্ট্র ইস্রায়েল এর বিরুদ্ধে |

আর কতদিন অন্যায় অত্যাচার অবিচার বিশ্বকে দেখতে হবে ? কবে বন্ধ হবে জুলুম, অন্যায় অত্যাচার গণ হত্যা ?

ইসরায়েলিরা কি ভুলে গেছে তাদের বাপ্ দাদার ইতিহাস? তারা কি ফেরাউন সাজতে চায় ? তাহলে তাদের চিন্তা করা উচিত যে ফেরাউনের কি শাস্তি হয়েছিল| তাদের চিন্তা করা উচিৎ একজন সুপার পাওয়ার আছেন | সেই সুপার পাওয়ার থেকে যেকোনো সময় ফেরাউনের মতো গজব তাদেরকে গ্রাস করতে পারে |

ইস্রায়েল যে কি জঘন্য   নৃশংষ হতে পারে তার প্রমান ত্রাণ কেন্দ্র গুলুতে বোমা বর্ষণজীবন বাঁচানোর জন্য যখন ফিলিস্তিনিরা খাদ্য নেয়ার জন্য ত্রাণ কেন্দ্রে যায় তখন তাদেরকে হত্যা করা হয় | কত নির্মম নিষ্ঠুর জাতি এই ইস্রায়েল ! আর এই নিষ্ঠুর পাপিষ্ঠ জাতিকে বাঁচানোর জন্য বিশ্বের সবচাইতে উন্নত দেশ বলে খ্যাত আমেরিকা সেই সন্ত্রাসী রাষ্ট্রকে সহায়তা দিতে মরিয়াআমেরিকা তার সুনাম  নিজেই ক্ষুন্ন করছে বিশ্ববাসীর কাছে | যেখানে বিশ্বের সব দেশের মেধাবী ছাত্ররা গিয়ে রিসার্চ করছে টেকনোলজির উন্নয়ন ঘঠাচ্ছে সেই দেশের রাজনীতির এই নোংরা পলিসি বিশ্ব বাসীকে সত্যি হতবাক করে দিচ্ছে |

আরব রাষ্ট্রগুলির মতো অন্যান্য রাষ্ট্র গুলি বিশেষ করে অন্যান্য মুসলিম রাষ্ট্র গুলি কি তাঁদের মানবিক ধর্মীয় দায়িত্ব বোধ থেকে দূরে থাকবে?  তারা কি তাদের ভাই বোনদের কান্না শুনতে পাচ্ছে না ? মুসলিম রাষ্ট্রগুলি কি সম্মলিত ভাবে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে না ইস্রায়েল আমেরিকার বিরুদ্ধে?

জাতি সঙ্গ কি করছে? দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর যে টার্গেট নিয়ে ইহা গঠিত হয়েছিল তা থেকে কি এই ফোরাম দূরে কি সরে গেছে ? 20টি মাস ধরে ছোট্ট একটি দেশ অন্যায় অত্যাচার করে যাচ্ছে নিরীহ মানুষদের উপর | আর এই প্রায় দুইশত দেশ এর সম্মিলিত একটি জোট থেকে তারা কিছুই করতে পারছে না ? কতদিন এই কালিমা বয়ে বেড়াবে এই আন্তর্জাতিক সংস্থা ? তাহলে বিশ্বের মানুষ কোথায় যাবে ? কার কাছে সাহায্য পাবে ? এই সঙ্গকে পুনর্ঘটনের সময় কি এখনো আসে নাই ?

আমরা শিকার করছি 2023 সালের 7 অক্টোবর হামাস তাদের সহযোগী গ্রুপ অপরাধ করছিল 251 জন ইস্রাইলি কে আটক করে নেয়ার জন্য | আমরা এটার জন্য তাদেরকে ধিক্কার জানাই | কিন্তু এই 251 জনের জন্য কি 60,000 সাধারণ , অসহায় নিরীহ মানুষ হত্যা করতে হবে ? এটা বিচারের জন্য কি আমরা আন্তর্জাতিক আদালতের সাহায্য নিতে পারতাম না ? এটা না করে ক্ষমতার অহংকারে হায়নার মতো সাধারণ মানুষের রক্ত নেয়ার খেলায় মেতে থাকতে হবে ? ঈসা মুসার ধর্ম কি আমেরিকা ইসরাইলকে এটাই শিক্ষা দেয় ?

এই গণ হত্যার নায়কেরা শুধু ফিলিস্তিনিদের হত্যা করছে না | এটা বিশ্বের সব জায়গার শান্তিকামী সাধারণ মানুষকে আহত করছে | আমরা সাধারণ নাগরিকেরা আর এই অমানবিক নির্মম হত্যা কান্ড দেখতে চাই না | শীগ্র এটার একটা প্রতিকার চাই

আমরা আশা করবো আরব দেশ সহ সমগ্র মুসলিম দেশগুলি এক হয়ে এটার জন্য জরুরি ব্যবস্থা গ্রহণ করবে | ফিলিস্তিন নিরীহ মুসলিম ভাই বোনদের বাঁচাতে হবে | কোরান ইসলামের আলোয় আবার আলোকিত হতে হবে  মুসলমানদের | আমাদের ভিতর থেকে দুষ্ট শয়তানি বৈশিষ্ট গুলি দূরে ফেলে দিয়ে ভালো গুনগুলির চর্চা করতে হবে

এটা কি ন্যায় বিচার ? যদি তা না হয় তাহলে বিশ্ব কেন পারছে না ইস্রাইলি মার্কিন শক্তিকে থামাতে? 20 মাস এর বেশি সময় হয়ে গেছে তারা কি আরো চুপ করে থাকবে ? তারা কি তাদের মানবিক গুণগুলি হারিয়ে ফেলেছে ? আমেরিকা ইসরাইলের 20 মাসের গণ হত্যা দেখে আসছে কিছু বলছে না কিন্তু ইস্রায়েল ইরানের 7 দিনের মিসাইল এটাক তাদের মাথা ব্যাথার কারণ হয়ে গেছে ? এটা কি ন্যায় বিচার, নাকি ব্যাভিচার ? কতদিন এই ব্যাভিচার উপভোগ করবে বিশ্ব ?

করি করবো বলে সময় নষ্ট না করে এখনই সময় শুরু করার | ফিলিস্তিন ভাই বোনেরা অসহায় এর মতো আমাদের দিকে তাকিয়ে আছে | আসুন সবাই মিলে তাদেরকে হায়নার হিংস্র ছোবল থেকে রক্ষা করি | তা করতে না পারলে সৃষ্টি কর্তার কাছে আমাদের সবাইকে জবাব দিহি করতে হবে |

ইরান একমাত্র মুসলিম দেশ যে ফিলিস্তিনিদের মনে সাহস যোগাচ্ছে | অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলির এখনই সময় সেই ইরানকে যেকোনো ভাবে সহায়তা করা | কোনোভাবেই ইরানকে যেন ইরাকের মতো হতে না হয়আরব রাষ্ট্র গুলির উচিৎ ইরানকে সর্বতোভাবে সহযোগিতা করা | শকুন পাখি রুপি আমেরিকা ছোবল থেকে রক্ষা করা |

আরব বিশ্ব যদি অন্য ভাবে সহযোগিতা করতে না পারে তাহলে তাদের উচিৎ নূন্যতম বাংলাদেশের আদর্শ অনুসরণ করা | মিয়ানমার সামরিক সরকার প্রায় এক মিলিয়ন মুসলমানদের জোর করে রাখাইন রাজ্য থেকে বের করে দেয় | বাংলাদেশ সরকার তার সীমাবদ্ধতা সত্বেও রাখাইন রাজ্যের অত্যাচারিত মুসলমানদের জায়গা দিয়েছে |

বাংলাদেশ অত্যন্ত ছোট্ট এরিয়ার একটি দেশ | বাংলাদেশ যদি এই উপকার টুকু করতে পারে তাহলে অন্যান্য বড় বড় আরব রাষ্ট্র গুলি কি নির্যাতিত ফিলিস্তিন ভাই বোনদের আশ্রয় দিতে পারে না ? আপাতত আশ্রয় দিয়ে তাদের জীবন রক্ষা করতে পারে | পরবর্তীতে শক্তি সঞ্চয় করে ইস্রায়েল এর বিরুদ্ধে যুদ্ধ করে বা ডিপ্লোমেটিক পদ্ধতিতে ফিলিস্তিনিদের জন্য আলাদা রাষ্ট্র ঘটনের প্রক্রিয়া অব্যাহত রাখতে পারে |

পোস্ট সমন্ধে আপনার মন্তব্য দিন শেয়ার করেন বিভিন্ন ফোরাম বন্ধুদের মধ্যে | মোটিভেট করুন সকলকে | ফিলিস্তিনি ভাই বোনদের রক্ষায় ভূমিকা রাখুন |

Comments

Popular Posts