IRAN ISRAEL WAR 2025
13 জুন 2025, হঠাৎ ইস্রায়েল কর্তৃক ইরানের উপর আক্রমণ বিশ্ব কে হতবাক করেছে | ইস্রায়েল মনে করছে আশেপাশের দেশগুলির ( জর্দান , সিরিয়া , লেবানন , মিশর ) মতো ইরানকে দখল করে নিবে | কিন্তু ইরান তার দাঁত ভাঙা জবাব দিয়েছে | ধন্যবাদ ইরানকে | একমাত্র মুসলিম দেশ যে ইসরাইলকে মোকাবিলা করতে পারে | নেতানিয়াহু ও ট্রাম্প এর বক্তব্য থেকে বোঝা যায় আমেরিকার পরোক্ষ যোগসাজশে ইস্রায়েল এই আরেকটি স্বাধীন সারভৌম দেশের উপর হঠাৎ আক্রমণ করে আন্তর্জাতিক আইনের লঙ্গন করেছে | আন্তর্জাতিক আদালতে এই দুই দেশের শাস্তি হওয়া দরকার | ইরান একমাত্র মুসলিম দেশ যে ফিলিস্তিনিদের মনে সাহস যোগাচ্ছে | অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলির এখনই সময় সেই ইরানকে যেকোনো ভাবে সহায়তা করা | কোনোভাবেই ইরানকে যেন ইরাকের মতো হতে না হয় | আরব রাষ্ট্র গুলির উচিৎ জরুরি মিটিং করে আমেরিকাকে এই যুদ্ধ থেকে দূরে রাখা | বিশ্বের জানা আছে যে , মিথ্যা কারণ দেখিয়ে বুশ ইরাক আক্রমণ...