Posts

Showing posts from July, 2024

বাংলাদেশে কোটা আন্দোলন কি এবং কেন ?

  বাংলাদেশে কোটা আন্দোলন কি? বাংলাদেশের কোটা আন্দোলন একটি লজ্জাজনক ইতিহাস বাংলাদেশ সরকার ও জনগণের জন্য।   এই আন্দোলনে আনুমানিক ২০০ শত লোক প্রাণ হারিয়েছে যদিও এখন পর্যন্ত সরকার বলছে ১৪৭ জন |   ১৯৫২ সালে ভাষা আন্দোলনে ছাত্র আন্দোলনেও পাকিস্তানী সেনা বাহিনী গুলি করে এত মানুষ হত্যা করে নি। কেন  বাংলাদেশে   কোটা আন্দোলন ? বাংলাদেশে স্বাধীনতার পর থেকে কোনো সরকার   প্রয়োজনীয় পদক্ষেপ নেয়     নি শিল্পায়নের জন্য। তাই  প্রয়োজনীয় কাজের সুযোগ সৃষ্টি হয় নাই আমাদের যুব সমাজের জন্য।   দেশে কলকারখানা প্রতিষ্টিত না করে বিদেশী পণ্যের উপর   নির্ভরশীল   হয়ে গেছি আমরা । এই অতি বিদেশী নির্ভরতা আমাদের জাতীয় অস্তিত্বের উপর হুমকি হয়ে দাঁড়াচ্ছে |   তাই সবাই কাজের জন্য সরকারি চাকরির উপর নির্ভর করে। নিয়োগের ক্ষেত্রে যখন বর্তমান সরকার কর্তৃক   কোটা ( ৫৬ % কোটা  ও ৪৪ % মেধা ) প্রজ্ঞাপন   পাস হয় তখন   থেকে ছাত্রদের মধ্যে অসন্তুষ দানা বাঁধত...