Posts

Showing posts from November, 2023

Palestine and Israel War 2023

  ফিলিস্তিন ও ইস্রায়েল যুদ্ধ 2023 ব্রিটিশ কলোনিয়াল সময় থেকেই ইসরাইল সরকার ফিলিস্তিনিদের উপর অন্যায় অত্যাচার চালিয়ে আসছে।   এপর্যন্ত বহুবার ফিলিস্তিনিদের সাথে যুদ্ধে জড়িয়েছে ইসরাইল।   ১৯১৭-১৯৪৮ সাল পর্যন্ত ব্রিটিশ   শাসন ছিল ফিলিস্তিনে। ১৯৪৭ সালের নভেম্বর মাসে জাতিসংগ (UN ) এর পরামর্শ মতে    রিসোলিউশন ১৮১ চুক্তি অনুযায়ী আরব ও জিউস স্টেট এর সৃষ্টি   হয়। এরপর ব্রিটিশ রা   ১৫ মে ১৯৪৮ সালে ফিলিস্তিন   ত্যাগ করে। ব্রিটিশ শাসন আমলে প্রথম বিশ্ব যুদ্ধ চলা কালে ফিলিস্তিনে অবস্থিত   জেউসদের সাপোর্ট পাওয়ার জন্য জিউস দের ফেভরে কাজ করে ব্রিটিশ সরকার । অন্যদিকে অটোমান সাম্রাজ্যের পতনের জন্য আরবদের সাহায্য কামনা করে এই মর্মে যে তারা আরব স্টেট এর জন্য কাজ করবে। কিন্তু ১৯১৮ সালে অটোমান সাম্রাজ্য পতনের পর ব্রিটিশ আর তার প্রতিজ্ঞা রাখে নাই। ১৯২০ সাল থেকে পরবর্তী ২ যুগে প্রায় ১০০,০০০ ইহুদি বাইরে থেকে ফিলিস্তিনে ঢুকার সুযোগ দেয়। ব্রিটিশ তার কমিটমেন্ট রাখে নাই মিডল ইস্ট তথা আরব দেশ গুলুর প্রতি। এত পরিমানে ইহুদি মাইগ্রেশন কে ফিলিস্তীনের নাগরিকরা স্বাভাব...